অনিবার্য কারণে স্থগিত কুবির চলমান ফুটবল টুর্নামেন্ট - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

অনিবার্য কারণে স্থগিত কুবির চলমান ফুটবল টুর্নামেন্ট

Paru Vai প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৪, ১০:১০

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৪’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলমের সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (১৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সময়ের জন্য স্থগিত করা হলো ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৪’।

এ বিষয়ে মনিরুল আলম বলেন, ‘অনিবার্য কিছু কারণেই আমাদের খেলাটি স্থগিত করতে হয়েছে। এটা আসলে দুঃখজনক যে একটা চলমান খেলা অনাকাঙ্ক্ষিত কিছু কারণে স্থগিত করতে হচ্ছে। তবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব খেলা শুরু করার।’

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘চলমান অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা কতদিন স্থগিত থাকবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রক্টরিয়াল বডি এবং প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখবে তারপর আমাদের জানালে আমরা খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিব।তবে চেষ্টা থাকবে এটা যেন দীর্ঘ না হয়।’