মোটরসাইকেল দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু

Ashraful প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৮

মোঃ সাইফুল ইসলাম,

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১:৪৫ মিনিটের দিকে বরিশাল মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মো. আবু হানিফ মোটরসাইকেলে দুমকী থেকে বরিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছ বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে তার মৃত্যু হয়।

মো. আবু হানিফ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে। তিনি পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক এবং দুমকী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় পবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

মো. আবু হানিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।