রুয়েট এলামনাই মাহমুদের মহানবী (সা.)-কে কটূক্তি: ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রুয়েট এলামনাই মাহমুদের মহানবী (সা.)-কে কটূক্তি: ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Ashraful প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২৫, ১৫:৪৭

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রাক্তন শিক্ষার্থী ও রুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য রাজিব মাহমুদ কর্তৃক বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রুয়েটের শিক্ষার্থীরা।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় রুয়েট লাইব্রেরি থেকে বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবার লাইব্রেরি প্রাঙ্গণে এসে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে,নারায়ে তাকবীর, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহ; বিশ্বনবীর অপমান, সইবেনারে মুসলমান; আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা; একশন টু একশন,ডাইরেক্ট একশন;বিশ্বের মুসলিম, এক হও লড়াই কর; নবীর দুশমনের ঠিকানা,এই দুনিয়ায় হবেনা; প্রভৃতি স্লোগান দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিল পালন করে এবং মিছিল শেষে সকলে জমায়েত হয়ে ৬ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো: এস আর মাহমুদকে রুয়েট থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে;অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে;প্রশাসন থেকে স্পষ্ট বিবৃতি প্রদান করতে হবে;এস আর মাহমুদ এর অবস্থান স্পষ্টকরণ এবং অবস্থান স্পষ্ট না করলে সনদ বাতিল করতে হবে;এস. আর. মাহমুদসহ সকল নবী অবমাননাকারীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে;সংবিধানে নবী অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তি হিসেবে মৃত্যুদন্ড আইন করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে। এতে সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যারা নবী ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই।”

তারা আরও বলেন, “আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অবস্থান স্পষ্ট করার জন্য। আমরা চাই উক্ত ব্যক্তির যথাযথ আইনি বিচার নিশ্চিত হোক এবং ভবিষ্যতে কোনো কুলাঙ্গার যেন রাসূলের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস না পায়, সেই বার্তা দিচ্ছি।”

প্রসঙ্গত রাজিব মাহমুদ রুয়েট যন্ত্রকৌশল বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে রুয়েট অ্যালামনাই গ্রুপে তিনি বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। তার এই মন্তব্যের প্রতিবাদ জানালে গ্রুপের অ্যাডমিন প্রতিবাদকারীদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হয়।