তানজিল কাজী , ডিআইইউ প্রতিনিধিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ডে ৩৩ এবং সন্ধ্যাকালীন ৪৮-ব্যাচের শিক্ষার্থীরা একটি সফল ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেছেন।
রবিবার (১৯ জানুয়ারি) ইইই বিভাগের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে ভিজিট করেন। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটটি ইইই বিভাগের কোর্স কারিকুলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক শফিক বাদল, সহযোগী প্রভাষক, সৈয়দ হাসান মুরাদ, আশিকুর ইসলাম অভি, বিপ্লব হোসেন প্রমুখ।
এই ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া শিক্ষা এবং শিল্পক্ষেত্রের মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপনে এই ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়াল ভিজিটটি শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।