শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে জাবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে জাবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Ashraful প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৫, ১৩:০৬

জাবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

আজ রবিবার (১৯ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা।

জন্মদিনে মুক্তিযু্দ্ধে জিয়াউরের রহমানের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন নেতাকর্মীরা। জিয়াউর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের অবদানকে স্মরণ করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের আদর্শকে ধারণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।

এসময়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাবি শাখা ছাত্রদলের অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

………..

জোবায়ের জাকির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
২০-০১-২৫