চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২৬তম কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২৬তম কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা

Ashraful প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) ২০২৪-২৫ সালের জন্য তাদের নতুন কার্যকরী পরিষদের ঘোষণা দিয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. রাজিউর রহমান আরিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হান আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্ব সিইউডিএস-এর ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিতর্ক চর্চাকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সিইউডিএস মুক্তচিন্তা, বুদ্ধিবৃত্তিক আলোচনা ও যুক্তিনির্ভর বিতর্কের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কার্যকরী পরিষদও এই পথচলা আরও সুসংহত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।