রাজধানীতে ধর্ষণ ও অনিরাপত্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রাজধানীতে ধর্ষণ ও অনিরাপত্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

Paru Vai প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৪

প্রতিবেদক: হামীম আল ফুয়াদ

আজ ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজধানীর মিরপুর ১২ বাসস্ট্যান্ডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে ধর্ষণ ও অনিরাপত্তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ এবং অনিরাপত্তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থী আয়েশা তাবাসসুম বলেন, “ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করে ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মানসুর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্রমবর্ধমান ধর্ষণসহ অন্যান্য অপরাধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাদের দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী আল ফুয়াদ আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী সবাইকে দ্রুত গ্রেফতার করে দেশে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে অংশ নেয় এবং ধর্ষণ ও চলমান নিরাপত্তাহীনতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।