শেকৃবিতে একইদিনে শিবিরের কুরআন বিতরণ এবং ছাত্রদলের গণসেহরি - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শেকৃবিতে একইদিনে শিবিরের কুরআন বিতরণ এবং ছাত্রদলের গণসেহরি

SAU CORRESPONDENT প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ১৬:৫০

বদর দিবস উপলক্ষে শেকৃবি ছাত্রশিবিরের ১২০০ কোরআন বিতরণ

বদর দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পবিত্র কুরআন উপহার কর্মসূচির আয়োজন করেছে শেকৃবি ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১২ শত শিক্ষার্থীর মাঝে কুরআন প্রদান করা হয়।

বুধবার বিকাল ৩ টায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ‘কুরআন উপহার কর্মসূচি’ শিরোনামে এই কুরআন উপহার কর্মসূচি পালিত হয়। ছেলে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এবং মেয়ে শিক্ষার্থীদের বদরুদ্দোজা চৌধুরী গবেষণাগারের সামনে থেকে কুরআন প্রদান করা হয়।

অন্যদিকে,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ সেহরি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই ব্যতিক্রমী আয়োজন ক্যাম্পাসে প্রশংসিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের উদ্যোগে এই গণ সেহরির আয়োজন করা হয়। এখানে প্রায় ২০০০ শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা- কর্মচারীর জন্য আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মাঝরাতেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ক্যাম্পাসের বহু শিক্ষার্থী একসঙ্গে সেহরি গ্রহণ করেন। মেয়েদের জন্য হলগুলোতে সেহরির প্যাকেট পৌঁছে দেওয়া হয়।

আয়োজকরা জানান, রমজানে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সন্তুষ্ট শিক্ষার্থীরা এবং এমনকাজ করে যাওয়ার জন্য সচেষ্ট থাকার অনুরোধও জানান তারা।

শাহরিয়ার ইমন 
শেকৃবি