রোববার (২৭শে এপ্রিল) কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজে সোমবারের কর্মসূচি হিসেবে একযোগে সকল পলিটেকনিকে গণমিছিল বাস্তবায়নের ডাক দেয়। এছাড়াও আরো উল্লেখ করেন, ২০২১ সালে বিতর্কিত নিয়োগ প্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টর দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সকল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা নিজ নিজ জেলা আইডিইবি এর নিকট অভিযোগ পত্র প্রদান করবে।
আরো পড়ুনঃ গোবিপ্রবিতে বিষধর সাপের আতঙ্ক, বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেই এন্টি-ভেনম!

উল্লেখ্য, কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অবৈধ নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।