ইমাম রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইমাম রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ

SUST CORRESPONDENT প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ১৪:২০

গাজিপুরে ইমাম মাওলানা রইস উদ্দিনক মব ভায়োলেন্সের মাধ্যমে নির্মমভাবে হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম বলেন, মব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন ইমামকে হত্যা করা হলো অথচ তেমন কোন প্রতিবাদ নাই, দাঁড়ি-টুপি পরা কেউ যদি হত্যার শিকার হন, তখন সুশীল সমাজ নীরব হয়ে যায়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।

আরেক শিক্ষার্থী ফুরকানুল গনি জিহান বলেন, আমার মৃত ভাইয়ের আত্মা তখনই শান্তি পাবে, যখন এই হত্যাকাণ্ডের বিচার হবে এবং পুলিশ বাহিনীতে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম জুয়েল বলেন, আমাদের ভাইকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমনকি তাকে পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীরা চিহ্নিত হলেও গ্রেফতার করা হচ্ছে না।আমরা এই মানববন্ধন থেকে ঐ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করছি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।শিক্ষার্থীরা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।