‘টেক্সবিজ ২০২৫’-এ যুক্ত হলো নতুন দুই সেগমেন্ট: আর্টিকেল লেখা ও পোস্টার প্রেজেন্টেশন - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

‘টেক্সবিজ ২০২৫’-এ যুক্ত হলো নতুন দুই সেগমেন্ট: আর্টিকেল লেখা ও পোস্টার প্রেজেন্টেশন

Mahadhi প্রকাশ: ০২ মে, ২০২৫ ১৩:০৪

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘টেক্সবিজ ২০২৫’-এ এবার নতুন মাত্রা যোগ হয়েছে। মূল কেস প্রতিযোগিতার পাশাপাশি এবার যুক্ত করা হয়েছে দুটি নতুন সেগমেন্ট—আর্টিকেল লেখা ও পোস্টার প্রেজেন্টেশন।

বুটেক্স বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু থেকেই উদ্ভাবনী ভাবনা ও বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করে আসছে। এবারের আয়োজনকে আরও সমৃদ্ধ করতে কেস কম্পিটিশনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য আর্টিকেল লেখা ও পোস্টার প্রেজেন্টেশন সেগমেন্ট চালু করা হয়েছে।

‘Your voice matters’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেক্সবিজ ২০২৫ নিয়ে এসেছে আর্টিকেল রাইটিং সেগমেন্ট, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব জগতের নানা বিষয়ের ওপর নিজেদের বিশ্লেষণ ও মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন। ব্যবসা, উদ্ভাবন, সমাজ বা পরিবর্তনের সঙ্গে জড়িত যেকোনো বিষয় এখানে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে।

এই সেগমেন্টে অংশ নিতে পারবেন দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। চ্যাম্পিয়ন দল ৫,০০০ টাকা, প্রথম রানার-আপ ৩,০০০ টাকা, দ্বিতীয় রানার-আপ ২,০০০ টাকা পুরস্কার পাবে।

এছাড়া সৃজনশীল চিন্তাকে দৃশ্যমান করার সুযোগ দিচ্ছে পোস্টার প্রেজেন্টেশন সেগমেন্ট, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব সমস্যা নিয়ে একটি ইনফোগ্রাফিক পোস্টার তৈরি করে তা উপস্থাপন করবেন। এই সেগমেন্টে প্রতি দলে থাকবে ২ জন সদস্য এবং দল গঠনে বিভাগের বা বিশ্ববিদ্যালয়ের কোনো বাধা নেই। এতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। চ্যাম্পিয়ন দল ১০,০০০ টাকা এবং প্রথম রানার-আপ ৫,০০০ টাকা প্রাইজমানি পাবে।
সেগমেন্ট দুইটির নিবন্ধনের শেষ সময় আগামী ৮ মে রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

‘টেক্সবিজ ২০২৫’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৩ মে, যেখানে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হবে।