গত ১৩ই মে, কুমিল্লাস্থ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইয়াস্ট )-তে অনুষ্ঠিত ‘ বাইয়াস্ট ন্যাশনাল ল’ অলিম্পিয়াড ২০২৫’-এর ‘ন্যাশনাল কনফারেন্স সেগমেন্টে’ মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের ১০ জন শিক্ষার্থী পাঁচটি গ্রুপে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন: শাহরিয়ার আলম মেহেদী তাপাদার, জয়ন্ত সেন, মো.তারেক মিয়া, রায়হান আহমেদ তালুকদার, মনোয়ার আহমেদ তারেক, শাহ ফজলে ইলাহি, ইমা আক্তার, খাতুনে জান্নাত ফাতেমা চৌধুরী, ফাতেমাতুজ জোহুরা এবং রোজিনা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুর হোসাইন, বিএসপি, পিএসসি, ও ভাইস চ্যান্সেলর, বাইয়াস্ট। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নাকীব মুহাম্মদ নাসরুল্লাহ, ভাইস চ্যান্সেলর, ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক, ডিন, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. নাঈম আলিমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান, বাইয়াস্ট।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক তার মূল্যবান বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থাপিত গবেষণাপত্রের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
এছাড়াও,বাইয়াস্টের আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নাঈম আলিমুল হায়দার মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাদের আন্তরিক প্রশংসা করেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এই দশজন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এবং তাদের গবেষণাপত্রের প্রশংসা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতার স্বাক্ষর বহন করে। এই অর্জন নিঃসন্দেহে অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং আইন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মো. আনোয়ার হোসাইন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিনিধি
পাবলিকিয়ান টুডে/ এম