শাবিপ্রবির শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ শিক্ষার্থীদের - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শাবিপ্রবির শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

SUST CORRESPONDENT প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০১:৫৯

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম। আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে একটি মোটরসাইকেল তার গাড়ির সামনে চলে এলে সংঘর্ষ ঘটে। পরে মোটরসাইকেল আরোহী ব্যক্তি তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন।

আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এবং পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শাবিপ্রবির সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে বিশ্ববিদ্যালয় গেটের সামনে আনা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।