পবিত্র হজ ক্যাম্পে ‘এম ইউ রোভার মেট’ এর টানা আটদিন বিনামূল্যে সেবা প্রদান - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পবিত্র হজ ক্যাম্পে ‘এম ইউ রোভার মেট’ এর টানা আটদিন বিনামূল্যে সেবা প্রদান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৫ মে, ২০২৫, ১৯:২৬

আশকোনা হজ ক্যাম্প, ২০২৫ — পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগত হাজারো হজযাত্রীর সেবায় দিনরাত পরিশ্রম করে চলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোভার স্কাউট সদস্যরা। তাঁদের মধ্য থেকে বিশেষভাবে নজর কেড়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সদস্য রোভার মেট তোফায়েল আহমেদ তাপাদার।


তাঁর নিরলস পরিশ্রম আর মানবিক সেবার চিত্র যেন মানবতার এক উজ্জ্বল প্রতীক। গত ১৩ মে থেকে ১৯ মে ২০২৫—এই এক সপ্তাহে তোফায়েল আহমেদ টানা ৯টি শিফটে, প্রতিদিন ৮ ঘণ্টা করে দিন-রাতের পালাক্রমে কাজ করেছেন হজযাত্রীদের পাশে দাঁড়িয়ে।

আরও পড়ুন: সিলিং ফ্যান খুলে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আহত

এই সময় তিনি যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে রয়েছে:
চিকিৎসা সহায়তা প্রদান
তথ্যসেবা ও দিকনির্দেশনা
ইমিগ্রেশন সংক্রান্ত সহযোগিতা
আবাসন ব্যবস্থাপনায় সার্বক্ষণিক নজরদারি
ক্যাম্পে প্রবেশ ও প্রস্থান পথে নিরাপত্তা নিশ্চিত করা
এছাড়াও, ক্যাম্পের প্রধান গেটের নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্যান্য রোভারদের সমন্বয়ে গড়ে তুলেছেন দুর্দান্ত এক দলগত কাজের উদাহরণ।


সিলেট জেলার ৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত রোভার সদস্যের মধ্যে তোফায়েল আহমেদ একজন। আর মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে তিনিই ছিলেন একমাত্র প্রতিনিধি। তাঁর এই সেবামূলক অংশগ্রহণ শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সিলেট জেলা ও তাঁর বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি গৌরবজনক অর্জন।


নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তোফায়েল বলেন,হজযাত্রীদের সেবা করতে পারা আমার জীবনের অন্যতম বড় পাওয়া। অনেকে আমাকে নামাজের দাওয়াত দিয়েছেন, ইসলামের মূল্যবোধের দিকনির্দেশনা দিয়েছেন। এটি আমার আত্মিক উন্নতির জন্যও এক অনন্য অভিজ্ঞতা। আমরা সবাই মিলেই কাজ করেছি, তাই কখনো ক্লান্তি আসেনি—বরং এক ধরনের আত্মতৃপ্তি পেয়েছি প্রতিটি মুহূর্তে।

মো. আনোয়ার হোসাইন
এম ইউ প্রতিনিধি

পাবলিকিয়ান টুডে/ এম