ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন। - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৫ মে, ২০২৫, ১৯:৩৩

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে আজ (২৫ মে) অনুষ্ঠিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ আলতাফ হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজবাড়ী সাহিত্য পরিষদের সম্মানিত সহ-সভাপতি আজিজা খানম ও আব্দুল হালিম বিশ্বাস, এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় লেখক ও সাংস্কৃতিক সংগঠকগণ।

আরও পড়ুন: সিলিং ফ্যান খুলে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আহত

অনুষ্ঠানে ড. সৈয়দ মনজুরুল ইসলাম তার বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সমাজ চিন্তা নিয়ে গভীর আলোচনা করেন। তার প্রাঞ্জল উপস্থাপনায় উপস্থিত সকলে মুগ্ধ হন।

এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘রাজবাড়ী এক্সপ্রেস’ জুন ২০২৫ সংখ্যার পাঠ উন্মোচন, যা ছিল রবীন্দ্র-নজরুল বিশেষ সংখ্যা। পাঠ উন্মোচন করেন ড. সৈয়দ মনজুরুল ইসলাম নিজে। এটি রাজবাড়ী সাহিত্য পরিষদের একটি গুরুত্বপূর্ণ ও গর্বের প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই মহতী আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা।


রাজেন্দ্র কলেজ প্রতিনিধি

পাবলিকিয়ান টুডে/ এম