শেকৃবিসাসের নবনির্বাচিত সভাপতি কামরুল, সাধারণ সম্পাদক তাসনিম

শেকৃবিসাসের নবনির্বাচিত সভাপতি কামরুল, সাধারণ সম্পাদক তাসনিম

SAU CORRESPONDENT প্রকাশ: ২০ জুন, ২০২৫, ২৩:৩২

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক সমকালের প্রতিনিধি মো: কামরুল ইসলাম সজল সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) সমিতির কার্যালয়ে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: নজরুল ইসলাম। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের গণযোগাযোগ কর্মকর্তা মো: শামসুল আলম এবং শেকৃবিসাসের সাবেক সভাপতি আশিক আব্দুল্লাহ। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।