গাজায় পৌঁছেছে ‘Business Terms’ বই বিক্রির অর্থ সহায়তা: দুই শিক্ষকের মানবিক উদ্যোগ - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাজায় পৌঁছেছে ‘Business Terms’ বই বিক্রির অর্থ সহায়তা: দুই শিক্ষকের মানবিক উদ্যোগ

rayhan প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ২১:৩২

ফিলিস্তিনের গাজার সংকটে মানবিক সহায়তা পাঠিয়েছেন দুই বাংলাদেশি শিক্ষক—তাঁদের লেখা বই ‘Business Terms’ বিক্রির আয়ের নির্দিষ্ট অংশ থেকে প্রাপ্ত অর্থ ইতোমধ্যে পৌঁছে গেছে জর্ডান সীমান্তে অবস্থানরত গাজাবাসীদের কাছে।

লেখকদ্বয়ের পক্ষ থেকে জানানো হয়, পাঠকদের সহযোগিতায় সংগৃহীত অর্থ খাদ্য ও চিকিৎসা সহায়তা হিসেবে গাজাবাসীদের মাঝে বিতরণ করা হয়েছে। বইটির লেখক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. এনামুল হক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার রিয়াজ হাফিজ বলেন,

“আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের সামান্য সহানুভূতিই বড় পরিবর্তন এনে দিতে পারে। আমাদের পাঠকরা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।”

এই উদ্যোগটি শুরু হয়েছিল ২০২৫ সালের ৭ এপ্রিল, ঘোষণা অনুযায়ী, কোরবানির ঈদ পর্যন্ত অনলাইনে বিক্রি হওয়া প্রতিটি বই থেকে ৯০ টাকা করে গাজাবাসীদের জন্য সংরক্ষিত রাখা হবে।