জবির বাঁধন ইউনিটের এক মাসে ২৯১ ব্যাগ রক্ত সরবরাহ - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জবির বাঁধন ইউনিটের এক মাসে ২৯১ ব্যাগ রক্ত সরবরাহ

JNU CORRESPONDENT প্রকাশ: ০৬ আগস্ট, ২০২৫, ২০:৫৭

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিট গত জুলাই মাসে মোট ২৯১ ব্যাগ রক্ত সরবরাহ করেছে। বুধবার (৬ আগস্ট) সংগঠনটির তথ্য ও শিক্ষা সম্পাদক এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসে বিভিন্ন রক্তের গ্রুপ অনুযায়ী সরবরাহ করা হয়েছে—A⁺ ৭১ ব্যাগ, B⁺ ৬৯ ব্যাগ, AB⁺ ৪৫ ব্যাগ, O⁺ ৭৫ ব্যাগ, A⁻ ১১ ব্যাগ, B⁻ ৭ ব্যাগ, AB⁻ ৯ ব্যাগ এবং O⁻ ৪ ব্যাগ। ওই মাসে রক্তের মোট চাহিদা ছিল ৩৮০ ব্যাগ, যার বিপরীতে সংগঠনটি ২৯১ ব্যাগ রক্ত সরবরাহ করেছে। এছাড়া জুলাই মাসে ৩৬২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

ব্যক্তিগত পর্যায়ে সর্বাধিক রক্ত সরবরাহ করেছেন শিক্ষার্থী ওজিল (৪৪ ব্যাগ), দ্বিতীয় সর্বাধিক সরবরাহ করেছেন মাবুদা (৩৫ ব্যাগ) এবং তৃতীয় সর্বাধিক সরবরাহ করেছেন শিক্ষার্থী খালিদ (৩৪ ব্যাগ)।

উল্লেখ্য, বাঁধন একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন যেখানে সদস্যরা যেকোনো জরুরি পরিস্থিতিতে রোগীদের রক্তদানে প্রস্তুত থাকে।

পাবলিকিয়ান টুডে/ এম