বুটেক্সসাসের নির্বাচন ২৫ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা ১৯ সেপ্টেম্বর - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বুটেক্সসাসের নির্বাচন ২৫ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা ১৯ সেপ্টেম্বর

Mahdi প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১৯

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আগামী ১৯ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করবেন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতেই নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়।

প্রতিবারের মতো এবারও তিনজন শিক্ষক নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির উপদেষ্টা ড. মো. রিয়াজুল ইসলাম।

এবারের নির্বাচনে ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুটেক্সের ক্যাম্পাস সাংবাদিকরা। পদগুলো হলো সভাপতি; সাধারণ সম্পাদক; সহ-সভাপতি; যুগ্ম সাধারণ সম্পাদক; দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক; অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।

প্রসঙ্গত, গত ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন খোলা কাগজও দি ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সময়ের কণ্ঠস্বর ও দেশ দেশান্তর ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাওসিক জারিফ সিয়াম।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক