উপাচার্যের পদত্যাগ দাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে উত্তেজনা, কার্যক্রম বন্ধ - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

উপাচার্যের পদত্যাগ দাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে উত্তেজনা, কার্যক্রম বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০০:৩৫

উপাচার্যের পদত্যাগের দাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির একাংশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২৫–৩০ জন শিক্ষার্থী স্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন এবং ‘উপাচার্য বরখাস্ত চাই’ স্লোগান দিতে থাকেন।

সন্ধ্যায় উপাচার্য ও রেজিস্ট্রার অফিসে প্রবেশ করলে আন্দোলনকারীরা তাদের অবরুদ্ধ করে রাত ১টা পর্যন্ত অবস্থান করেন। দীর্ঘ অবরোধে উপাচার্য অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৪ সেপ্টেম্বর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে কর্তৃপক্ষ ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্তও কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়।

আন্দোলনকারীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন। তবে উপাচার্য প্রফেসর ড. মো. শাহ এ আলম বলেন, তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ দেখাতে পারলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, অন্যথায় ‘চোর’ উপাধি নিয়ে যাবেন না।

এই আন্দোলনে মূলত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা গেলেও অন্যান্য বিভাগের উপস্থিতি ছিল খুবই কম। হঠাৎ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী চরম বিপাকে পড়েছেন; বিশেষত ফাইনাল টার্ম পরীক্ষাগুলো স্থগিত হয়েছে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক