বিয়ের তিন মাসের মাথায় লামিয়ার লাশ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির সবাই পলাতক - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বিয়ের তিন মাসের মাথায় লামিয়ার লাশ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির সবাই পলাতক

অনলাইন ডেস্ক প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ১৮:৪৫

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেছিলেন লামিয়া আক্তার বর্ষা (২২)। কিন্তু তিন মাস না যেতেই শেষ হলো সেই স্বপ্নের সংসার। বৃহস্পতিবার রাতে বরিশাল শহরের আল মাদানী সড়কের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাত ১০টার দিকে প্রতিবেশীরা চিৎকার শুনে বিষয়টি জানতে পারেন। পরে পুলিশ গিয়ে ঘরের খাটের ওপর বর্ষার নিথর দেহ দেখতে পায়। পাশের বাসার দরজা খোলা থাকলেও শ্বশুরবাড়ির কেউ সেখানে ছিলেন না। স্থানীয়রা জানান, ঘটনার পর তারা সবাই পালিয়ে গেছেন।

লা‌মিয়ার বাবা মো. বেলায়েত খান বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করত তারা। ফোনে কেঁদে বলত, ‘বাবা, ওরা আমাকে মারে।’ রাতে অসুস্থ বলায় দেখতে যাই, গিয়ে দেখি মেয়েটা মৃত অবস্থায় খাটে পড়ে আছে।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই বর্ষা ও তাঁর স্বামী সিয়াম–এর মধ্যে পারিবারিক কলহ চলছিল। মাঝেমধ্যে ঝগড়া, কান্না, পরে আবার মিল হয়ে যেত। তবে বৃহস্পতিবার রাতে সব শেষ হয়ে যায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক