এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ রবিবার (১২ অক্টোবর)। পরে পুলিশ বাধা দিলে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সারাদেশ থেকে আগত শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন।
বিকেল ৫টার দিকে শহীদ মিনারে কর্মসূচিতে একাত্মতা জানিয়ে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশের শিক্ষকরা ১২ হাজার ৫০০ টাকা দিয়ে চাকরি শুরু করেন। আমার পরিচিত একজন শিক্ষক আছেন, ৩২ বছর ধরে চাকরি করেন—তার বেতন হয়েছে ২২ হাজার টাকা। এক কেজি ইলিশের দাম ২৮০০ টাকা, ৩১ বছর চাকরি করে যে বেতন হয় তার ১৫ শতাংশ দিয়ে এক কেজি ইলিশ কিনতে হয়। অথচ এই বেতনের ২০ শতাংশও বাড়িভাড়া দেওয়া হয় না।
তিনি আরও বলেন, শিক্ষকদের সবসময় পরিপাটি হয়ে সমাজে থাকতে হয়, কিন্তু মাসের শেষ ১০ দিন হীনমন্যতা নিয়ে চলতে হয়। বিদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত শিক্ষাখাত, আর বাংলাদেশে সবার খাওয়া-দাওয়া শেষ করে যা থাকে, তা শিক্ষকদের দেওয়া হয়। শিক্ষকদের বেতন না দিয়ে আন্তর্জাতিক মানের পড়াশোনা আশা করাটা রাষ্ট্রীয় প্রহসন।
সরকারের সমালোচনা করে হাসনাত বলেন, আমি যদি শিক্ষকদের প্রথম শ্রেণির নাগরিক না করি, তাহলে কীভাবে প্রত্যাশা করি তারা প্রথম শ্রেণির নাগরিক গড়ে তুলবেন? অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টারা শিক্ষাবান্ধব নন, বরং প্রমোশন বান্ধব সরকার গড়ে তুলেছেন।
তিনি আরও বলেন, রাস্তায় শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটি কোনও সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। সরকারকে এই হীন কাজের জন্য ক্ষমা চাইতে হবে এবং গ্রেফতার শিক্ষকদের সূর্য ডোবার আগেই ছেড়ে দিতে হবে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক