জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগে অতীতের শিক্ষক নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া এক লিখিত আবেদনে তারা এ দাবি জানান।
আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অতীতে উদ্ভিদবিজ্ঞান বিভাগে কিছু শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও একাডেমিক মান ক্ষুণ্ন হয়েছে।
অভিযোগে বলা হয়, এসব নিয়োগে টাকা লেনদেন, স্বজনপ্রীতি এবং দলীয় প্রভাবের আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে অনেক অযোগ্য প্রার্থী নিয়োগ পেয়েছেন। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তারা।
চিঠিতে শিক্ষার্থীরা বলেন, “এই অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বৈধতা নিয়ে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে তীব্র প্রশ্ন উঠেছে।”
তারা অবিলম্বে এসব নিয়োগের বিষয়ে একটি নিরপেক্ষ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
আবেদনে আরও বলা হয়, তদন্ত কমিটি যেন দ্রুততম সময়ে সংশ্লিষ্ট নিয়োগের নথিপত্র পরীক্ষা করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়।
এ ছাড়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেন সম্পূর্ণভাবে স্বচ্ছ, মেধাভিত্তিক ও অনিয়মমুক্ত হয়, সে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, “নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে কোনো প্রকার স্বজনপ্রীতি, অর্থ লেনদেন বা দলীয় প্রভাব যেন না থাকে, সে বিষয়ে উপাচার্যের ব্যক্তিগত হস্তক্ষেপ ও কঠোর নজরদারি প্রয়োজন।”
শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, উপাচার্যের দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করবে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক