আসন্ন শ্যামা পূজার আয়োজনের অনুমতি দেয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূজা আয়োজনের পরিকল্পনা করলেও এখনো অনুমতি পাননি সনাতনী শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা পূজা আয়োজনের অনুমতির জন্য প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঙ্গে দেখা করেন। তবে তিনি প্রস্তাবটি নাকচ করে দেন বলে জানা যায়।
পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পিএইচডি-র সঙ্গে দেখা করে পূজা আয়োজনের অনুমতি চান। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তিনিও অনুমতি দেননি বলে শিক্ষার্থীরা জানান।
এ ঘটনায় সনাতনী শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক