কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় জবি গাজীপুর জেলা ছাত্রকল্যাণের তীব্র নিন্দা - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় জবি গাজীপুর জেলা ছাত্রকল্যাণের তীব্র নিন্দা

JNU CORRESPONDENT প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ১৭:০১

গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে টানা তিন দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে টানা তিন দিন ধরে ধর্ষণ করে জয় কুমার দাস নামের এক যুবক ও তার সহযোগীরা। এ জঘন্য ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”

এ ছাড়াও সংগঠনটি দ্রুততম সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। পাশাপাশি সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক