পাক বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত, সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পাক বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত, সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

Mahadhi প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫ ১০:৪৮

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে টি–টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। নিহত ক্রিকেটাররা— কবির, সিবগাতুল্লাহ ও হারুন— পাকতিকার উরগন জেলা থেকে শরানা শহরে এক প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। হামলায় আরও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে এসিবি।

বোর্ডের বিবৃতিতে বলা হয়, “উরগনে ফিরে আসার পর এক সমাবেশে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হন। এটি পাকিস্তানি সরকারের পরিচালিত এক কাপুরুষোচিত হামলা।”

গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এসিবি জানায়, “পাকতিকা প্রদেশের উরগন জেলার সাহসী ক্রিকেটারদের শহিদ হওয়ার এই মর্মান্তিক ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। নিহতদের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।”

আফগানিস্তান টি–টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় অসংখ্য নারী, শিশু ও তরুণ ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। যারা একদিন দেশের হয়ে বিশ্বমঞ্চে খেলতে চেয়েছিল—তাদের মৃত্যু আমাদের সবার জন্য অপূরণীয় ক্ষতি।”

তিনি আরও বলেন, বেসামরিক স্থাপনায় এমন বর্বরোচিত হামলা সম্পূর্ণ অনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই অন্যায় আক্রমণগুলো আন্তর্জাতিকভাবে কঠোর নিন্দার দাবি রাখে।

রশিদ খান এসিবির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “নিরপরাধ প্রাণ হারানোর প্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমাদের জাতীয় মর্যাদা সর্বাগ্রে থাকা উচিত।

আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি বলেন, এটি কেবল পাকতিকার নয়, গোটা আফগান ক্রিকেট পরিবার ও পুরো জাতির জন্য এক গভীর ট্র্যাজেডি।

এ ঘটনার আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছিলেন, আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। হামলার পর আফগান সেনারা সীমান্ত এলাকায় পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত অব্যাহত থাকলে দুই দেশের সীমান্তে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক