দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ ও অস্বাভাবিক অগ্নিকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ ও অস্বাভাবিক অগ্নিকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

JU CORRESPONDENT প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ২২:০২

দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন, অস্বাভাবিক অগ্নিকাণ্ড এবং বিরাজমান অরাজকতার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পূনরায় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় ও হল সংসদের অন্যান্য প্রতিনিধিসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী চলমান ধর্ষণ, অগ্নিকাণ্ড এবং অরাজকতার মতো ঘটনাগুলো কোনভাবেই কাকতালীয় হতে পারে না বরং ২৪ এর পরাজিত শক্তিই দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মিছিলে শিক্ষার্থীদের “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, ” দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”, “রক্তের বনয়ায়, ভেসে যাবে অন্যায়”, ” আমার বোন ধর্ষিত কেন, ইন্টিরিম জবাব চাই”, “ধর্ষকদের বিচার চাই, করতে হবে করতে হবে”, “ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও” এসব স্লোগান দিতে শোনা যায়।

এসময় জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটতেছে, কোন জায়গায় আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে। আসলে এগুলোর একটাও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।”

তিনি আরও বলেন, “কোন ব্যক্তি বা সন্তান যেন ধর্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত না হয় সে ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি সরকারকে ধর্ষক ও আাগুন সন্ত্রাস কায়েমকারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে।”

জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর বলেন, “ব্যর্থতার দায় নিয়ে আমরা এখানে আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়েছি। ধর্ষণ শুধু শিশুদের ক্ষেত্রেই ঘটছে না বরং শিশু, বৃদ্ধ সকল বয়সের নারীদের ক্ষেত্রেই ঘটতেছে। পাড়া, স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় এই ঘটনাগুলো অহরহ ঘটতেছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এজন্য প্রশাসনকে গুরুত্বের সহিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং সামাজিক অবস্থার পরিবর্তন নিয়ে আসতে হবে। আপনারা যদি আপনাদের জায়গা থেকে কার্যকর পদক্ষেপ না নেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন।”

বিশ্ববিদ্যালয়ের ২১ নং হল সংসদের সাধারন সম্পাদক মাহাদি হাসান বলেন, “আমরা জুলাই আন্দোলনের পর যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন আমাদের পূরণ হয়নি। যখনই আমরা আমাদের দেশকে নিয়ে এগিয়ে যেতে চাই তখনই পার্শ্ববর্তী শক্তি বিভিন্নভাবে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্থ করার চেষ্টা করতেছে।”

তিনি আরও বলেন, “আমরা ফ্যাসিস্ট আমলে যে ধর্ষণের ঘটনা দেখেছি সেই ঘটনার কোন পরিবর্তন হয়নি। পরিবর্তিত বাংলাদেশে সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমরা অন্তরবর্তীকালীন সরকারকে আহবান জানাই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করেন এবং এর বিচার নিশ্চিত করেন।”

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক