শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

Mahadhi প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫ ১১:২৮

দীর্ঘ আট দিনের আন্দোলনের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে তারা মূল বেতনের ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পাবেন।

রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে। এটি আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

তবে এতে বকেয়া ভাতা প্রযোজ্য হবে না এবং সংশ্লিষ্ট সকল আর্থিক বিধি-বিধান মেনে প্রদান করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়।

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা আট দিন ধরে আন্দোলন করছিলেন। শনিবার পর্যন্ত তারা অনশন ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করেন এবং আজ দুপুরে ‘ভুখা মিছিল’-এর ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যেই সরকার তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক