নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে আলোকচিত্র প্রদর্শনী  - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে আলোকচিত্র প্রদর্শনী 

NSTU CORRESPONDENT প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ২২:৫৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে । 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া প্রযুক্তি হাউজিং এলাকায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।প্রদর্শনীতে ২০০৬ সালের ওই দিনের সহিংসতায় নিহত শিবির কর্মীদের ছবি ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সেদিনের আহতদের আলোকচিত্র ও ঘটনার বিবরণও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি নোবিপ্রবি শাখা শিবির সেক্রেটারি আরিফুর রহমান সৈকতের সঞ্চালনায় শুরু হয়। অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে হয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে  শেষ হয়।

ছাত্রশিবিরের নেতাকর্মীরা জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠা বাহিনীর হামলায় ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী কর্মীরা নির্মমভাবে নিহত হন। সেই ঘটনার স্মৃতিচারণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। শুধু মানুষ হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে বর্বরতার নতুন ইতিহাস রচনা করেছিল। ১৭ বছর পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার তো দূরের কথা, কোনো সুষ্ঠু তদন্তও হয়নি।”

তিনি আরও বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে আমরা ছাত্রসমাজকে জানাতে চাই শিবিরের ওপর বছরের পর বছর কীভাবে দমন-পীড়ন চালানো হয়েছে। একই সঙ্গে আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি, যেন দেশে আর কোনোদিন এ ধরনের হায়েনার উত্থান না ঘটে।”

উল্লেখ্য, এ প্রদর্শনীতে প্রায় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীসহ প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক