আল শাহারিয়া, জাবিপ্রবি প্রতিনিধি
সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে ‘সবুজ স্বপ্ন’, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল উদ্যমী তরুণের গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বিশ্বাস করেন শিক্ষা ও মানবতার আলো ছড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
জামালপুর শহরের আশপাশে অধিকার বঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে সবুজ স্বপ্ন । ছিন্নমূল শিশুদের আলোর পথ দেখাচ্ছে সংগঠনটি। শিশুদের নিয়ে অক্ষর জ্ঞানের পাশাপাশি নৈতিক বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার এ কাজটি করে যাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ঝাঁক তরুণ শিক্ষার্থী।
সবুজ স্বপ্ন সংগঠনের উন্মুক্ত শিক্ষা কার্যক্রম থেকে যারা শিক্ষা গ্রহন করে তারা সবাই দরিদ্র ঘরের সন্তান। লেখাপড়া চালিয়ে নেয়ার মত সামর্থ্য নেই তাদের পরিবারগুলোর। আবার অনেকে শিক্ষার প্রতি অনুরাগীও না। তাই এসব শিশুদের শিক্ষার প্রতি অনুরাগী করে গড়ে তোলার নিমিত্তে উন্মুক্ত শিক্ষা কার্যক্রমটি করা হয়। অক্ষর-জ্ঞান হীন শিশুদের সাক্ষরতা দানে (১৪ অক্টোবর) ২০২৫ থেকে শিক্ষার আলো ছড়াচ্ছে সবুজ স্বপ্ন সংগঠনটি। সেইসব শিশুদের উন্মুক্ত শিক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয় যাদের পরিবার পড়ালেখার খরচ বহনে অক্ষম।
যেখানে অধিকার বঞ্চিত শিশুদের জন্যে বিনামূল্যে পাঠদানের পাশাপাশি বিনামূল্যে বই, খাতা-কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। নিয়মিত নেওয়া হয় পরীক্ষা এবং খাবারের ব্যবস্থা করা হয় যাতে করে শিশু শিক্ষার্থী শিক্ষা থেকে দূরে সরে না যায়। পাশাপাশি অভিভাবকদের নিয়ে শিক্ষার গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। যাতে করে তাদের শিশুদের পাঠদানের উৎসাহ দেন তারা।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, “শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু দুঃখজনকভাবে আজ শিক্ষা বাণিজ্যের চাপে অনেকেই মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ,বাণিজ্যের সীমা ছাড়িয়ে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন করতে। আমাদের লক্ষ্য হলো, সমাজের প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। কোয়ালিটিফুল শিক্ষা যেন কেবল সামর্থ্যবানদের নয়, বরং সবার নাগালের মধ্যে আসে সে লক্ষ্যে আমরা কাজ করছি।”
সবুজ স্বপ্নের প্রধান সমন্বয়কারী আরমান আলিফ বলেন, ‘শিক্ষা থেকে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের স্বপ্নগুলো বাস্তবায়নের ভিত্তি গড়ে তোলাই আমাদের লক্ষ্য৷ তারাও সুশিক্ষায় শিক্ষিত হবে, সমাজের মূলধারায় আসবে এটা আমাদের প্রত্যাশা৷ তাদের লেখাপড়ার যাবতীয় সহায়তায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক