সোশ্যাল মিডিয়ার ফ্যাক্ট চেকিং করাটা আমাদের জন্য একটা সোশ্যাল মুভমেন্ট হবে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশে বর্তমানে ফেইক নিউজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) এর বাৎসরিক মুখপত্র ‘ফাউন্টেনপেন’-এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, র্যালি ও এক যুগপূর্তি উদযাপন।
সম্মানিত অতিথির বক্তব্যে প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম বলেন :বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সাংবাদিক ক্লাব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে। নোবিপ্রবির সাংবাদিকরাও জুলাই আন্দোলনের সময় সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন—যা চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্য প্রকাশে সাহসী হতে হবে, মিথ্যা তথ্যের মুখোশ উন্মোচন করতে হবে। নোবিপ্রবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তিতে আমি শুভেচ্ছা জানাই। জুলাই–আগস্ট আন্দোলনের সাহসী শিক্ষার্থীদের গল্পগুলো লিখে রাখুন—এগুলোই ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হবে। সোশ্যাল মিডিয়ার ফ্যাক্ট চেকিং করাটা এটা আমাদের জন্য একটা সোশ্যাল মুভমেন্ট হবে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশে বর্তমানে ফেক নিউজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই ক্যাম্পাস সাংবাদিকরাই এ ক্ষেত্রে অগ্রসৈনিক হিসেবে কাজ করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সাংবাদিকতা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব অনেক গুন বেড়ে গেছে। একটা সময় ছিলো যখন সত্য নিউজ প্রকাশ করা সম্ভব ছিলো না কিন্তু এখন সময় এসেছে সত্যকে সামনে নিয়ে আসার এবং ন্যায় ভিত্তিক সাংবাদিকতার।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক