জাবিপ্রবিতে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির 'ফ্রেশার্স ওরিয়েন্টেশন' অনুষ্ঠিত - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জাবিপ্রবিতে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ১৫:৫২

আল শাহারিয়া, জাবিপ্রবি প্রতিনিধি

​জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ‘খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে বিকেল ৩টায় শুরু হয়ে এই নবীন বরণ অনুষ্ঠান শেষ হয় সন্ধায় ৬টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুর রহমান, সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আলী কদর।

খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফাইজুর রহমান ফাহিমের সঞ্চলনায় , সাধারণ সম্পাদক  মুসলিম ইবনে রবি,জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিরাজুল ইসলামসহ ছাত্র কল্যাণ সমিতির অন্যন্য সদস্যসহ অর্ধ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিল। 

​অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ে নবাগত খুলনা বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সকল বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শুরু হয়। সমিতির পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলার উপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন সমিতির দপ্তর সম্পাদক মিরাজ হোসেন। 

অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র ও ঝুড়িতে বল নিক্ষেপ। পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে আনুষ্ঠান শেষ হয়। 

খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ইবনে রবি বলেন “আমাদের  সংগঠনটি খুলনা বিভাগীয় শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই সংগঠনটি গড়ে ওঠে, তারই ধারাবাহিকতাই আজকে আমাদের এই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়, আমাদের সংগঠনের বিশেষ লক্ষ্য হলো দেশের দক্ষিণ অঞ্চল থেকে এই জামালপুর এক নতুন পরিবেশে এসে তারা যে কোন সমস্যায় আমাদেরকে পাশে পায়। আজ আমাদের এই অনুষ্ঠানটি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় অনেক সুন্দর ভাবে শেষ করতে পেরেছি।

নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয় এবং খুলনা বিভাগীয় শিক্ষার্থীদের মধ্যে নতুন এক সম্পর্কের সেতুবন্ধন তৈরি হয়।

পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক