জয় দিয়েই টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের যাত্রা শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের
- প্রকাশিত: ০৭:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / 20
দীর্ঘ ১০ বছর পর টি-২০ বিশ্বকাপে জয়ের দেখা পেল বাঘিনীরা। “আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড টি-২০” আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩ অক্টোবর(বৃহস্পতিবার) সারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল বনাম স্কটল্যান্ড নারী ক্রিকেট দল।
টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও ব্যাটিং এ নেমে দলীয় সংগ্রহ বড় অংকের হয়নি, তবুও ৭ উইকেটে ১১৯ রানের তাড়া করতে গিয়ে ধরাশায়ী খায় স্কটল্যান্ড। বাঘিনী বোলারদের দাপটে ৭ উইকেটে ১০৩ রানে আটকে যায় স্কটল্যান্ড।
স্কটিশদের বিপাকে ফেলানোর অন্যতম হাতিয়ার ছিলেন রিতু মনি। ডানহাতি এই মিডিয়াম পেসার ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। স্কটল্যান্ড ছন্দে শুরু করতে চাইলেও, প্রথম ৬ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশ পুরো ইনিংসটি নিয়ন্ত্রণে নিতে থাকে। শেষ অবধি জয়ের ঝান্ডা তুলে ১৬ রানের ব্যাবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডকে।
এদিকে ক্যাথারিন ফ্রেসারকে আউট করে আন্তর্জাতিক টি-২০ তে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে নাহিদা,যেটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের মাঝে প্রথম।
যদিও ব্যাটিং এ নেমে উদ্বোধনী জুটিতে সাথী রানী ও মুর্শিদা খাতুন ২৬ রান তুলতে পেরেছেন।এরপরে সাথী এবং সোবহানা মোশতারি মিলে আরো যোগ করেন ৪২ রান। তবে স্বল্প পুজিকে তোয়াক্কা না করেই জয়ের নিশানা উড়িয়ে দেয় বোলাররা।
গ্রুপ পর্বের ষষ্ঠতম ম্যাচে ইংল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়াও ‘বি’ গ্রুপে অন্য দুটি প্রতিপক্ষ হলো ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২০ ওভারে ১১৯/৭ (মোশতারি ৩৬, সাথি ২৯, নিগার ১৮, মুরশিদা ১২, ফাহিমা ১০*; হরলি ৩/১৩, ফ্রেসার ১/২৩)।
স্কটল্যান্ডঃ ২০ ওভারে ১০৩/৭ (ব্রাইস ৪৯*, লিস্টার ১১; রিতু ২/১৫, মারুফা ১/১৭, নাহিদা ১/১৯)।
ফলাফলঃ বাংলাদেশ ১৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচঃ রিতু মনি।
মীর পারভেজ
সোনারগাঁও ইউনিভার্সিটি