লপসাসের নেতৃত্বে আব্দুর রহমান ও তাসনিম
- প্রকাশিত: ০৩:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / 33
‘লক্ষ্মীপুর পলিটেকনিক সাংস্কৃতিক সংঘ’ (লপসাস) এর প্রতিষ্ঠাকালীন কমিটি প্রকাশ করেছে। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী জহিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান এবং ইলেকট্রনিক্স টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর কাকন দাসকে তত্ত্বাবধায়ক করে কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিভিল টেকনোলজির ষষ্ঠ পর্বের মেধাবী ছাত্র আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আর্কিটেকচার টেকনোলজির দ্বিতীয় পর্বের সংস্কৃতিমনা ছাত্র তাসনিমুল ইসলাম।
“সুস্থ সংস্কৃতি লালন করি, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি” এই অনন্য স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পলিটেকনিক সাংস্কৃতিক সংঘ প্রতিষ্ঠিত হয়। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সুস্থ সংস্কৃতির চর্চা ও শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি লালনের যে আকাঙ্ক্ষা তা লালন করতে লক্ষ্মীপুর পলিটেকনিক সাংস্কৃতিক সংঘ (লপসাস) তা চেষ্টা করে যাবে। অপসংস্কৃতির মূলোৎপাটন করে সুস্থ সংস্কৃতিকে অন্তরে ধারণ করতে হবে।
প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুর রহমান পাবলিকিয়ান টুডে’র প্রতিনিধিকে বলেন, “লক্ষ্মীপুর পলিটেকনিক সাংস্কৃতিক সংঘ বাংলাদেশের মূল স্তরে সংস্কৃতিকে ছড়িয়ে দিতে কাজ করবে। ক্যাম্পাসে অপসংস্কৃতির চর্চাকে বন্ধ করে সুস্থ সংস্কৃতির চর্চা করবে।”
সাধারণ সম্পাদক তাসনিমুল ইসলাম বলেন, “প্রথমেই পাবলিকিয়ান টুডে’র প্রতিনিধি হাসিবুর রশীদকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, এই প্রাণপ্রিয় সংগঠন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটকে জেলাসহ বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক সেক্টরে নতুন করে প্রকাশ করবে। বয়ে আনবে সুনাম।
লক্ষ্মীপুর পলিটেকনিক সাংস্কৃতিক সংঘে সদস্য সংগ্রহ চলছে। আগ্রহী শিক্ষার্থীদের সদস্য ফরম সংগ্রহ করার অনুরোধ। নিজের ভেতরে থাকা সুপ্ত প্রতিভাকে প্রকাশ করুন। দেখিয়ে দিন অদেখা আপনাকে।”
লক্ষ্মীপুর পলিটেকনিক সাংস্কৃতিক সংঘের তত্ত্বাবধায়ক কাকন দাস বলেন, ” লক্ষ্মীপুর পলিটেকনিক সাংস্কৃতিক সংঘ ( লপসাস) এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংস্কৃতি সমাজ ও রাষ্ট্রের দর্পণস্বরূপ। প্রতিটি রাষ্ট্রেরই নিজস্ব সংস্কৃতি থাকে। এ সংস্কৃতিই বিশ্বের দরবারে একটি জাতির গৌরব-অগৌরবের জানান দেয়। কোনো দেশের সংস্কৃতির দিকে তাকালেই সে দেশের চেহারা উপলব্ধি করা সম্ভব। সুজলা-সুফলা-শস্য শ্যামলা সোনার বাংলায় সাংস্কৃতিক ঐতিহ্যের কোনো কমতি নেই।বাংলার এ সংস্কৃতির ইতিহাস হাজার বছরের পুরনো। কালের পরিক্রমায় ফুলে-ফলে সুশোভিত হয়ে বর্তমান রূপ পেয়েছে আমাদের সংস্কৃতি। সময়ের পরিক্রমায় অনেক গ্রহণ, বর্জন, পরিবর্তন পরিমার্জনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিতে অনেক নতুন উপাদান যুক্ত হয়েছে, আবার হারিয়ে গেছে অনেক উপাদান।আমাদের দেশীয় সংস্কৃতিকে ধারন এবং পরিচালনা করার জন্য লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট- এর একঝাঁক মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত হয়েছে আমাদের এই সাংস্কৃতিক সংগঠন। যান্ত্রিকতার ভিড়ে প্রকৌশল জ্ঞানের পাশাপাশি একটু দেশীয় সুস্থ সংস্কৃতি চর্চা করার মাধ্যমে সবাইকে একটু আনন্দ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সবাইকে লক্ষ্মীপুর পলিটেকনিক সাংস্কৃতিক সংঘ এ স্বাগতম।
নিজের ভিতর সুপ্তপ্রতিভাকে আর লুকিয়ে নয়। হ্যাঁ, আপনি পারবেন আপনার ভিতর সেই সাহস ও প্রতিভা আছে, সেটাকেই জাগরিত করতে পারাই আমাদের সফলতা।”
হাসিবুর রশীদ
ক্যাম্পাস প্রতিনিধি, এলপিআই