০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে যবিপ্রবি কর্মকর্তা, চাকরি থেকে সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৮:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / 11

হত্যাচেষ্টার মামলায় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোঃ নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাইফুল্লাহ হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ৩নং আসামি সাইফুর রহমানের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে বিচারিক আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে ফৌজদারি মামলায় গ্রেফতার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে সাইফুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করে যবিপ্রবি প্রশাসন। গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ আগস্ট রাতে ঢাবির মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ৫ ঢাবি শিক্ষার্থীকে রাতভর শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহবাগ থানায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বাদী হয়ে ১৩ জন ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে গত রবিবার (১০ নভেম্বর) দুপুর ২ টায় যবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে মামলার তিন নং আসামী সাইফুরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করুন

হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে যবিপ্রবি কর্মকর্তা, চাকরি থেকে সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৮:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

হত্যাচেষ্টার মামলায় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোঃ নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাইফুল্লাহ হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ৩নং আসামি সাইফুর রহমানের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে বিচারিক আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে ফৌজদারি মামলায় গ্রেফতার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে সাইফুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করে যবিপ্রবি প্রশাসন। গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ আগস্ট রাতে ঢাবির মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ৫ ঢাবি শিক্ষার্থীকে রাতভর শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহবাগ থানায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বাদী হয়ে ১৩ জন ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে গত রবিবার (১০ নভেম্বর) দুপুর ২ টায় যবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে মামলার তিন নং আসামী সাইফুরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।