০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবির খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের নতুন ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০১:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / 13

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) আইন ২০০১-এর ধারা ৪ ও ৫ অনুযায়ী, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণার মেয়াদ ১২ নভেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়ায় প্রফেসর মো. শহিদুল ইসলামকে উক্ত অনুষদের ডিন হিসেবে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন-অর-রশিদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। উক্ত অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বর্তমান ডিন প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণার মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হিসেবে প্রফেসর মো. শহিদুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, তিনি এই দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। পাশাপাশি, এতোদিন ডিনের দায়িত্ব পালনের জন্য প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণাকে ধন্যবাদ জানানো হয়।

এদিকে, নতুন ডিনকে বরণ করে নিতে এবং সাবেক ডিনকে সম্মাননা দিতে অনুষদের শিক্ষার্থীরা উৎসবের কমতি রাখেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশের পাশাপাশি, অনুষদের ২০২১-২২ ব্যাচের শিক্ষার্থীরা ফুল দিয়ে বিদায়ী ডিনকে সম্মাননা জানান এবং নতুন ডিনকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রফেসর মো. শহিদুল ইসলামের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকব এবং অনুষদের শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

শেয়ার করুন

পবিপ্রবির খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের নতুন ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম

প্রকাশিত: ০১:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) আইন ২০০১-এর ধারা ৪ ও ৫ অনুযায়ী, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণার মেয়াদ ১২ নভেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়ায় প্রফেসর মো. শহিদুল ইসলামকে উক্ত অনুষদের ডিন হিসেবে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন-অর-রশিদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। উক্ত অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বর্তমান ডিন প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণার মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হিসেবে প্রফেসর মো. শহিদুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, তিনি এই দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। পাশাপাশি, এতোদিন ডিনের দায়িত্ব পালনের জন্য প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণাকে ধন্যবাদ জানানো হয়।

এদিকে, নতুন ডিনকে বরণ করে নিতে এবং সাবেক ডিনকে সম্মাননা দিতে অনুষদের শিক্ষার্থীরা উৎসবের কমতি রাখেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশের পাশাপাশি, অনুষদের ২০২১-২২ ব্যাচের শিক্ষার্থীরা ফুল দিয়ে বিদায়ী ডিনকে সম্মাননা জানান এবং নতুন ডিনকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রফেসর মো. শহিদুল ইসলামের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকব এবং অনুষদের শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”