০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের আমিরকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শিক্ষককে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৬:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / 11

ডা. শফিকুর রহমান

খুলনার কয়রায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শিক্ষক বি এম হুমায়ুন কবিরকে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় জামায়াত কার্যালয়ে তাকে জেরা ও হুমকি দেওয়া হয়।

হুমায়ুন কবির বলেন, ফেসবুকে জামায়াত আমিরের সমালোচনা করে পোস্ট দেওয়ার পর ক্ষুব্ধ মন্তব্য আসায় তা মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। এরপরও তাকে ফোন করে কার্যালয়ে যেতে বলা হয়। রাজি না হলে লোক পাঠিয়ে তুলে আনা হয়। এ সময় তাকে মারধর ও মোবাইল চেক করে ডেটা মুছে ফেলা হয়।

জামায়াতের সেক্রেটারি সাইফুল্লাহ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ক্ষমা চাইতে বলা হয়েছিল। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় পুলিশ ব্যবস্থা নেয়নি।

সোমবার ইউএনওর কার্যালয়ে বৈঠক শেষে হুমায়ুন কবির ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন

জামায়াতের আমিরকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শিক্ষককে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ

প্রকাশিত: ০৬:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

খুলনার কয়রায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শিক্ষক বি এম হুমায়ুন কবিরকে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় জামায়াত কার্যালয়ে তাকে জেরা ও হুমকি দেওয়া হয়।

হুমায়ুন কবির বলেন, ফেসবুকে জামায়াত আমিরের সমালোচনা করে পোস্ট দেওয়ার পর ক্ষুব্ধ মন্তব্য আসায় তা মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। এরপরও তাকে ফোন করে কার্যালয়ে যেতে বলা হয়। রাজি না হলে লোক পাঠিয়ে তুলে আনা হয়। এ সময় তাকে মারধর ও মোবাইল চেক করে ডেটা মুছে ফেলা হয়।

জামায়াতের সেক্রেটারি সাইফুল্লাহ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ক্ষমা চাইতে বলা হয়েছিল। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় পুলিশ ব্যবস্থা নেয়নি।

সোমবার ইউএনওর কার্যালয়ে বৈঠক শেষে হুমায়ুন কবির ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার সিদ্ধান্ত নেন।