শাবিপ্রবি শিক্ষার্থীদের ‘ক্লিন সাস্ট’ ২.০ কর্মসূচি
- প্রকাশিত: ০৩:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / 19
শাবিপ্রবি প্রতিনিধি:
বর্তমানে দেশে যতগুলো প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির রয়েছে ৩২০ একরের এক সুবিশাল সবুজ ক্যাম্পাস, এই সবুজ ক্যাম্পাসকে পরিষ্কার ও পরিচ্ছন্ন ও চিরসবুজ রাখতে ‘ক্লিন সাস্ট’ ২.০ আয়োজন করেছে শাবিপ্রবির একদল শিক্ষার্থী।
রবিবার ( ২৪ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় এবং চেতনা একাত্তর, শহিদ মিনার সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়সমূহ পরিষ্কার করে আয়োজক শিক্ষার্থীরা।
‘ক্লিন সাস্ট’ ২.০ এর উদ্যোক্তা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার বলেন-এই প্রোগ্রামের লক্ষ্য আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন, সবুজ, এবং শান্তিপূর্ণ রাখা। আসুন আমরা সচেতন হই, পরিবেশবান্ধব হই, এবং পরিবর্তনের পথিকৃৎ হই।
এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আহমেদ আল সোয়াইবি,জসিম লস্কর,আল মামুন,আব্দুল্লাহ আনান খান,শেখ রিয়ান,মুনতাছির মামুন,সোহানুর রহমান,শাকিল হাসান,শুভ,তারেক,জাবির,মাহফুজ,জনি,ফাকাব্বির,আরিয়ান সহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।