০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চবির জাদুঘরে স্থাপিত হলো ‘জুলাই-গন অভ্যুত্থান হল’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৫:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / 15

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে
“জুলাই কোন অভ্যুত্থান হল” নামের একটি কর্ণার উন্মোচন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে। ২৪ এর গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী শহীদ হয়েছেন,শহীদ ফরহার ও শহীদ হৃদয় তরুয়া। দুই শহীদের স্মৃতিকে গর্বের সাথে ধারণ করার জন্য এই কর্ণারে তাদের ব্যবহৃত পোশাক সহ অন্যান্ন জিনিস রাখা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ঘটনাবলি, আন্দোলনের অংশগ্রহণকারীদের অবদান এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ চিত্র ও চিহ্নাবলী উপস্থাপন করা হবে।
১৯-২০ সেশনের তাসরিফ জানান,’আমরা দেখেছি ইতোমধ্যে কর্নারে শহীদদের ব্যবহৃত পোশাক, চিত্র ও অন্যান্য স্মৃতিচিহ্ন রাখা হয়েছে,যা নতুন প্রজন্মকে আন্দোলনের ইতিহাস এবং শহীদদের অবদান সম্পর্কে জানাবে পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এবং শহীদদের স্মৃতিকে জীবিত রাখবে, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে’।

IMG 20241203 WA0004 পাবলিকিয়ান টুডে | Publician Today
IMG 20241203 WA0005 1 পাবলিকিয়ান টুডে | Publician Today

নাফিউল ইকবাল

শেয়ার করুন

চবির জাদুঘরে স্থাপিত হলো ‘জুলাই-গন অভ্যুত্থান হল’

প্রকাশিত: ০৫:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে
“জুলাই কোন অভ্যুত্থান হল” নামের একটি কর্ণার উন্মোচন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে। ২৪ এর গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী শহীদ হয়েছেন,শহীদ ফরহার ও শহীদ হৃদয় তরুয়া। দুই শহীদের স্মৃতিকে গর্বের সাথে ধারণ করার জন্য এই কর্ণারে তাদের ব্যবহৃত পোশাক সহ অন্যান্ন জিনিস রাখা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ঘটনাবলি, আন্দোলনের অংশগ্রহণকারীদের অবদান এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ চিত্র ও চিহ্নাবলী উপস্থাপন করা হবে।
১৯-২০ সেশনের তাসরিফ জানান,’আমরা দেখেছি ইতোমধ্যে কর্নারে শহীদদের ব্যবহৃত পোশাক, চিত্র ও অন্যান্য স্মৃতিচিহ্ন রাখা হয়েছে,যা নতুন প্রজন্মকে আন্দোলনের ইতিহাস এবং শহীদদের অবদান সম্পর্কে জানাবে পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এবং শহীদদের স্মৃতিকে জীবিত রাখবে, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে’।

IMG 20241203 WA0004 পাবলিকিয়ান টুডে | Publician Today
IMG 20241203 WA0005 1 পাবলিকিয়ান টুডে | Publician Today

নাফিউল ইকবাল