০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তিন দফা দাবি আদায়ে প্রশাসনকে ৭২ঘন্টার আল্টিমেটাম শাবিপ্রবি শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 16

শাবিপ্রবি প্রতিনিধি:
অযৌক্তিক ভর্তি ফি , সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়ে আনা সহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন মাহাবুল ইসলাম পবন , ফয়সাল হোসেন, হাফিজুল ইসলাম, মোহাম্মদ আলী সুমন ও আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।

বক্তব্যে মাহবুবুল হাসান পবন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা থাকার ফলে সাধারন শিক্ষার্থীরা বঞ্চিত হন তাই পোষ্য কোটা বাতিল করতে হবে এবং বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি প্রশাসনের পক্ষে এসব দাবি মেনে নেওয়ার সক্ষমতা আছে এবং দ্রুত দাবিগুলো মেনে নেবে।

সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমাদের ২০২০-২১ শিক্ষার্থীবর্ষে ভর্তি ছিল ৮হাজার ১০০টাকা। তিন বছরের ব্যবধানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেটি ১৮হাজার টাকা করা হয়েছে। এই অযোক্তিক ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে নিয়ে আসতে হবে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, জুলাই বিপ্লব পরবর্তী নতুন প্রশাসনের কাছে প্রত্যাশা করেছিলাম তারা শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে কিন্তু আমরা বারবার শিক্ষার্থীদের পক্ষে দাবি নিয়ে গেলেও এই প্রশাসন সেটা বাস্তবায়ন করছেনা। বিশ্ববিদ্যালয়ের আয়ের উতস হিসেবে শিক্ষার্থীদেরকে ধরে নেওয়াসহ শিক্ষার্থীদের উপর আগের প্রশাসনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো থেকে বেরিয়ে আসতে পারছে না নতুন প্রশাসন।

মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম ও প্রশাসনকে হুশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন দাবিসমূহ মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা।

তিন দফা দাবির মধ্যে রয়েছে, ১। ভর্তি ফি, সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়ে যৌক্তিক প্রর্যায়ে নিয়ে আসতে হবে ২। পৌষ্য কোটাসহ সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে ৩। ৪ মাস করে সময় নিয়ে আগামি ২সেমিস্টার শেষ করতে হবে।

শেয়ার করুন

তিন দফা দাবি আদায়ে প্রশাসনকে ৭২ঘন্টার আল্টিমেটাম শাবিপ্রবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

শাবিপ্রবি প্রতিনিধি:
অযৌক্তিক ভর্তি ফি , সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়ে আনা সহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন মাহাবুল ইসলাম পবন , ফয়সাল হোসেন, হাফিজুল ইসলাম, মোহাম্মদ আলী সুমন ও আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।

বক্তব্যে মাহবুবুল হাসান পবন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা থাকার ফলে সাধারন শিক্ষার্থীরা বঞ্চিত হন তাই পোষ্য কোটা বাতিল করতে হবে এবং বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি প্রশাসনের পক্ষে এসব দাবি মেনে নেওয়ার সক্ষমতা আছে এবং দ্রুত দাবিগুলো মেনে নেবে।

সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমাদের ২০২০-২১ শিক্ষার্থীবর্ষে ভর্তি ছিল ৮হাজার ১০০টাকা। তিন বছরের ব্যবধানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেটি ১৮হাজার টাকা করা হয়েছে। এই অযোক্তিক ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে নিয়ে আসতে হবে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, জুলাই বিপ্লব পরবর্তী নতুন প্রশাসনের কাছে প্রত্যাশা করেছিলাম তারা শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে কিন্তু আমরা বারবার শিক্ষার্থীদের পক্ষে দাবি নিয়ে গেলেও এই প্রশাসন সেটা বাস্তবায়ন করছেনা। বিশ্ববিদ্যালয়ের আয়ের উতস হিসেবে শিক্ষার্থীদেরকে ধরে নেওয়াসহ শিক্ষার্থীদের উপর আগের প্রশাসনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো থেকে বেরিয়ে আসতে পারছে না নতুন প্রশাসন।

মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম ও প্রশাসনকে হুশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন দাবিসমূহ মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা।

তিন দফা দাবির মধ্যে রয়েছে, ১। ভর্তি ফি, সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়ে যৌক্তিক প্রর্যায়ে নিয়ে আসতে হবে ২। পৌষ্য কোটাসহ সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে ৩। ৪ মাস করে সময় নিয়ে আগামি ২সেমিস্টার শেষ করতে হবে।