০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে অণুজীব বিজ্ঞান বিভাগের দশম  ব্যাচের বিদায়ী সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৭:৪৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 18

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অনুজীব বিজ্ঞান বিভাগ দশম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে  তাঁর বক্তব্যে বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তোমাদের দক্ষতা এবং সাফল্যে এই বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। মনে রাখবে সফল মানুষ হওয়ার চেয়ে সার্থক মানুষ হওয়াটা বেশী জরুরী। এমন কাজ করে যেতে হবে যেন তোমাদের দ্বারা নোবিপ্রবির সুনাম, দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে। যেখানেই যাওনা কেন নোবিপ্রবি এলামনাই হিসেবে ডিপার্টমেন্টের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।

এছাড়াও উপ-উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বলেন, এই বিভাগ থেকে বিদেশে উচ্চশিক্ষায় অবারিত সুযোগ রয়েছে। তোমাদের জন্য নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার টিকিট কাটা আর আমেরিকার টিকিট কাটা একই কথা। এরজন্য শুধুমাত্র তোমাদেরকে একটু পরিশ্রমী এবং উদ্যমী হতে হবে। নিজেদের যোগ্যতা এবং দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক দূর যাবা এই কামনা করি।

অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন, সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা, প্রভাষক নিক্কন সরকার। নোবিপ্রবি অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রোজী ও মেহরাজ হোসেনের সঞ্চালনায় এতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দশম ব্যাচের শিক্ষার্থী ইমাম হোসেন এবং নাজনীন নুর সুলতানা প্রিয়া।

উক্ত অনুষ্ঠানে নোবিপ্রবি অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।

শেয়ার করুন

নোবিপ্রবিতে অণুজীব বিজ্ঞান বিভাগের দশম  ব্যাচের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ০৭:৪৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অনুজীব বিজ্ঞান বিভাগ দশম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে  তাঁর বক্তব্যে বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তোমাদের দক্ষতা এবং সাফল্যে এই বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। মনে রাখবে সফল মানুষ হওয়ার চেয়ে সার্থক মানুষ হওয়াটা বেশী জরুরী। এমন কাজ করে যেতে হবে যেন তোমাদের দ্বারা নোবিপ্রবির সুনাম, দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে। যেখানেই যাওনা কেন নোবিপ্রবি এলামনাই হিসেবে ডিপার্টমেন্টের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।

এছাড়াও উপ-উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বলেন, এই বিভাগ থেকে বিদেশে উচ্চশিক্ষায় অবারিত সুযোগ রয়েছে। তোমাদের জন্য নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার টিকিট কাটা আর আমেরিকার টিকিট কাটা একই কথা। এরজন্য শুধুমাত্র তোমাদেরকে একটু পরিশ্রমী এবং উদ্যমী হতে হবে। নিজেদের যোগ্যতা এবং দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক দূর যাবা এই কামনা করি।

অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন, সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা, প্রভাষক নিক্কন সরকার। নোবিপ্রবি অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রোজী ও মেহরাজ হোসেনের সঞ্চালনায় এতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দশম ব্যাচের শিক্ষার্থী ইমাম হোসেন এবং নাজনীন নুর সুলতানা প্রিয়া।

উক্ত অনুষ্ঠানে নোবিপ্রবি অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।