সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন
- প্রকাশিত: ১১:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 13
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর একটার দিকে, ফরিদপুরের নগরকান্দার উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবন এলাকায় নগরকান্দা-জয়বাংলা সড়কে মোটরসাইকেলের আরোহী খালিদ মাতুব্বর (১৯) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় খালিদ মাতুব্বরের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার দেহ ও মাথা প্রায় দূরত্বে সড়কের উপর পড়ে ছিল। খালিদের দেহ জগদিয়া বালিয়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে এবং ব্রিজের উত্তর পাশের প্রায় ২০০ ফুট দূর থেকে মাথা উদ্ধার করা হয়। নিহত খালিদ মাতুব্বর নগরকান্দা পৌরসভার জগদিয়া বালিয়া গ্রামের বেলায়েত মাতুব্বরের ছেলে।
এসময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নগরকান্দা গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে ফেরদৌস মাতুব্বর (১৮) গুরুত্বর আহত হয়েছেন। তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া, মোটরসাইকেলের আরেক আরোহী নগরকান্দা গ্রামের মজিবর রহমানের ছেলে নয়ন মিয়া (১৯) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলের চালক ফেরদৌস মাতুব্বর ও মোটরসাইকেল আরোহী তার দুই বন্ধু দ্রুতগতিতে নগরকান্দা সদর থেকে জয়বাংলার দিকে যাচ্ছিলেন। নগরকান্দা-জয়বাংলা সড়কে উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবন এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। মোটরসাইকেলের আরোহী খালিদের দেহ থেকে মাথা ইজিবাইকের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ফেরদৌস এবং আরোহী নয়ন আহত হয়।
নগরকান্দা থানার এসআই মোঃ ইরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় খালিদ মাতু্ব্বর নামের এক যুবকের তার দেহ থেকে মাথা আলাদা হয়ে, ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তানজিল কাজী
ক্যাম্পাস প্রতিনিধি