১৩ পেরিয়ে ১৪ বছরে পা রাখলো বুটেক্স
- প্রকাশিত: ০৪:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / 31
মো: মাহদী হাসান চৌধুরী, বুটেক্স
‘জ্ঞানই শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া দেশের প্রথম ও একমাত্র বস্ত্র প্রকৌশল নিয়ে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আজ ২২ ডিসেম্বর উদযাপিত হবে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪’।
বুটেক্সের ১৪ বছরের যাত্রাপথ থাকলেও এর শিকড় রয়েছে শতবর্ষেরও বেশি পুরোনো ইতিহাসে। ১৯২১ সালে ব্রিটিশ শাসনামলে ঢাকার নারিন্দায় ‘ব্রিটিশ উইভিং স্কুল’ নামে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ১৯৩৫ সালে এর নাম পরিবর্তিত হয়ে হয় ‘ইস্ট বেঙ্গল টেক্সটাইল ইন্সটিটিউট’। এরপর দেশবিভক্ত হওয়ার পর ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে নামকরণ হয় ‘ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইন্সটিটিউট’।
স্বাধীনতার পর ১৯৭৮ সালে এটি “কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি”-তে রূপান্তরিত হয় এবং চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রি চালু করা হয়। সর্বশেষ ২০১০ সালের ২২ ডিসেম্বর পোশাক শিল্পের গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রপতি স্বাক্ষরিত ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল’ কার্যকর হয়ে বিশ্ববিদ্যালয়ে রূপ নেয় বুটেক্স। এরপর থেকে দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪’ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এরপর সকাল ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয়ে জি.এম.এ.জি ওসমানী হল ও তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হবে।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মৃতিচারণ। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে মধ্যাহ্ন ভোজ ও সবশেষে বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।