পাবিপ্রবিতে “এটিএফ সাব-প্রজেক্ট; ফিনানশিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত: ০২:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 16
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (২০ জানুয়ারি) যেসব শিক্ষক ‘এটিএফ সাব-প্রজেক্ট-এর জন্য প্রপোজাল জমা দিয়েছেন, তাদের জন্য ‘ওয়ার্কশপ অন ফিনানশিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিপেয়ারিং বাজেট আন্ডার এটিএফ সাব-প্রজেক্ট” বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
কর্মশালাটি রিসোর্স পারসন হিসেবে পরিচালনা করেন পাবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা খুবই জরুরি। এ সম্পর্কে আমি যতটুকু জানি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গবেষণার বিষয়ে আপনাদের ইচ্ছা ও আগ্রহ বাড়াতে হবে এবং এ বিষয়ে যেকোনো ধরনের সাপোর্ট নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে করা হবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এই প্রজেক্টের বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।