বান্দরবানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে “ইয়ুথ এলায়েন্স ১৭” এর শীত বস্ত্র বিতরণ।
- প্রকাশিত: ১১:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 10
বান্দরবানের এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন ইয়ুথ অ্যালায়েন্স ১৭ (YA17) তাদের মানবিক প্রকল্প “উষ্ণতার ডাক দিয়ে, পাহাড়ের মানুষের পাশে ১৭” সফলভাবে সম্পন্ন করেছে। ১৮ জানুয়ারি, রুমা উপজেলার পাঁচটি দুর্গম ম্রো সম্প্রদায় পাড়ায় ১৩৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকৃত পাড়াগুলো ও উপকরণ:
শীতবস্ত্র হিসেবে কম্বল, টুপি, মোজা, সোয়েটার এবং জ্যাকেট বিতরণ করা হয়। পাড়াগুলোর তালিকা ও বিতরণ পরিসংখ্যান:
রাংম্রাং পাড়া: ১৮টি পরিবার
নতুন রন্জু পাড়া: ২৯টি পরিবার
রুইফ পাড়া: ৫৯টি পরিবার
কিলাই পাড়া: ৬টি পরিবার
সীতা পাহাড় পাড়া: ২৩টি পরিবার
সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগের লক্ষ্য ছিল দুর্গম অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে উষ্ণতার বার্তা পৌঁছে দেওয়া।
সংগঠনের অন্যান্য মানবিক উদ্যোগ:
উক্ত ব্যাচের শিক্ষার্থীরা ইতিপূর্বে বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
১. করোনাকালে বান্দরবানের মানুষের মাঝে স্যানিটাইজার বিতরণ।
২. সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আহতদের আর্থিক সহায়তা প্রদান।
৩. বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা।
৪. তীব্র তাপদাহে বান্দরবানের সাধারণ মানুষদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ।
৫. করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ।
ভবিষ্যতের লক্ষ্য:
ইয়ুথ অ্যালায়েন্স ১৭ শুধুমাত্র মানবিক সহায়তায় থেমে থাকবে না। তারা ভবিষ্যতে বান্দরবানের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার পরিকল্পনা নিয়েছে। শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, এবং দুর্গম অঞ্চলে জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণের মাধ্যমে সংগঠনটি পার্বত্য অঞ্চলের উন্নয়নমূলক কাজেও অংশগ্রহণ করবে।
সদস্যরা হলেন, জুনায়েদ সাইম,খালিদ বিন নজরুল, খালেদ বিন মাহাবুব, আবসার উদ্দিন, নুম্যউ মার্মা,মনতা তঞ্চ্যাঙ্গা, তারেকুল ইসলাম, মিজানুর রহমান, ইউসুফ,ইনান, আকাশ,মজিদ,টিপু দাশ সহ অন্যান্যরা।