“নিরাপদ ড্রাইভিং” বিষয়ে প্রশিক্ষণ নিলেন পাবিপ্রবি’’র গাড়ি চালকরা
- প্রকাশিত: ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 18
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক ও হেল্পারদের জন্য “নিরাপদ ড্রাইভিং এবং কাজে নৈতিকতা” বিষয়ে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন পাবনা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মিনহাজ তোহামী এবং পাবনা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এসএম ফরিদুর রহিম।
উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল বলেন, “একজন ড্রাইভারের উপর অসংখ্য যাত্রীর প্রাণ নির্ভর করে। সচেতনকার সাথে গাড়ি চালানো, আমাদের সহনশীল হওয়া এবং সুযোগকে কাজে লাগাতে হবে। দেশ পুনর্গঠনে মেরুদণ্ড সোজা করে আগাতে হবে, এবার আমরা ব্যর্থ হলে আগামী ৫০ বছরেও জাতি ঘুরে দাঁড়াতে পারবেনা। নিয়মকানুন মেনে জাতিতে গঠন করা এবং দেশপ্রেম থাকতে হবে।