০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে ‘উন্নত মম শির’ যবিপ্রবির সায়েন্স ফেস্ট

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৩:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 17

যবিপ্রবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন উন্নত মম শির যবিপ্রবি’ এর উদ্যোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে দিনব্যাপী কোয়ান্টাম সাইন্স ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন।

WhatsApp Image 2025 01 23 at 17.37.30 1 পাবলিকিয়ান টুডে | Publician Today
WhatsApp Image 2025 01 23 at 17.37.30 পাবলিকিয়ান টুডে | Publician Today

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১০ টায় যবিপ্রবি স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় যশোরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

৮ টি স্কুল ও মাদরাসার প্রায় ৩০০ জন শিক্ষার্থী কুইজ ও গেমস প্রতিযোগিতায় অংশ নেন। পরবর্তীতে ক্যারিয়ার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনারে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: তানভীর আহমেদ ও আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল।

এ বিষয়ে যবিপ্রবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ মেহেদী হাসান বলেন, আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য। আমি মনে করি যেভাবে যবিপ্রবি বাংলাদেশের একটি প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে তেমনি যবিপ্রবি স্কুল এন্ড কলেজও একদিন দেশের প্রথম সারির একটি প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিবে।

উন্নত মম শিরের আহ্বায়ক মো: মাসুম বিল্লাহ বলেন, আমরা এতো বেশি সাড়া পাবো ভাবিনি। স্কুলের ছোট শিশুরাও এতো সুন্দর বিজ্ঞান মুখী আইডিয়ার প্রজেক্ট বানাতে পারে তা অভাবনীয়। যেসকল শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা চায় গ্রামের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে। আমরা খুব শীঘ্রই আরো কিছু সৃজনশীল উদ্যোগ হাতে নিয়েছি যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরো আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ। বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট প্রদর্শনী, কুইজ পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।

শেয়ার করুন

স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে ‘উন্নত মম শির’ যবিপ্রবির সায়েন্স ফেস্ট

প্রকাশিত: ০৩:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

যবিপ্রবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন উন্নত মম শির যবিপ্রবি’ এর উদ্যোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে দিনব্যাপী কোয়ান্টাম সাইন্স ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন।

WhatsApp Image 2025 01 23 at 17.37.30 1 পাবলিকিয়ান টুডে | Publician Today
WhatsApp Image 2025 01 23 at 17.37.30 পাবলিকিয়ান টুডে | Publician Today

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১০ টায় যবিপ্রবি স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় যশোরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

৮ টি স্কুল ও মাদরাসার প্রায় ৩০০ জন শিক্ষার্থী কুইজ ও গেমস প্রতিযোগিতায় অংশ নেন। পরবর্তীতে ক্যারিয়ার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনারে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: তানভীর আহমেদ ও আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল।

এ বিষয়ে যবিপ্রবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ মেহেদী হাসান বলেন, আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য। আমি মনে করি যেভাবে যবিপ্রবি বাংলাদেশের একটি প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে তেমনি যবিপ্রবি স্কুল এন্ড কলেজও একদিন দেশের প্রথম সারির একটি প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিবে।

উন্নত মম শিরের আহ্বায়ক মো: মাসুম বিল্লাহ বলেন, আমরা এতো বেশি সাড়া পাবো ভাবিনি। স্কুলের ছোট শিশুরাও এতো সুন্দর বিজ্ঞান মুখী আইডিয়ার প্রজেক্ট বানাতে পারে তা অভাবনীয়। যেসকল শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা চায় গ্রামের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে। আমরা খুব শীঘ্রই আরো কিছু সৃজনশীল উদ্যোগ হাতে নিয়েছি যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরো আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ। বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট প্রদর্শনী, কুইজ পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।