খুনীদের বিচার করেই আমাদের নির্বাচনের দিকে এগোতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম
- প্রকাশিত: ০৩:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 21
শনিবার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অন্ত:বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমের জন্মভূমি রামগঞ্জে আগমন উপলক্ষে গণ সংবর্ধনায় রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্ত:বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম। আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার জামাআতের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ও লক্ষ্মীপুর জেলার সমন্বয়কবৃন্দ।
গণ সংবর্ধনায় প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা বলেন, “আমরা শহিদদের পথ অনুসরণ করে আমরা আবার লড়াই করব। আওয়ামী ফ্যাসিস্টের যত অবশিষ্ট বাংলাদেশের বিভিন্ন সেক্টরে রয়েছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব। তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহিদদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দিকে এগোবো।”
তিনি আরও বলেন, “নির্বাচনে যাওয়ার আগে আওয়ামী দালালদের উৎখাত করবো। আওয়ামী খুনিদের বিচার করেই নির্বাচনের দিকে এগোবো।”
হাসিবুর রশীদ
ক্যাম্পাস প্রতিনিধি, এলপিআই