নেই মা-বাবা,চবি শিক্ষার্থী মিনারুল ক্যন্সারে আক্রান্ত। সকলকে এগিয়ে আসার আহ্বান।
- প্রকাশিত: ০৩:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / 21
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনারুল হক ক্যানসারে আক্রান্ত। তার পাকস্থলীর পর ক্ষুদ্রান্তে (ডিওডেনাম) ক্যানসার ধরা পড়েছে, যা এখন তৃতীয় স্টেজে রয়েছে। তার দ্রুত অপারেশন ও কেমোথেরাপি দেওয়া প্রয়োজন। মিনারুলের অপারেশন ও কেমোথেরাপির জন্য ৮-১০ লাখ টাকা প্রয়োজন।
মিনারুল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত মিনারুলের অপারেশন ও ৮ থেকে ৯টি কেমোথেরাপি দিতে হবে। এ জন্য ৮-১০ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়।
মিনারুলের গ্রামের বাসা নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দেশীবাই গ্রামে। শৈশবে তিনি মাকে হারিয়েছেন। গত বছর বাবাও মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় ভাই গাজীপুরে একটি গার্মেন্টসে স্বল্প মজুরির চাকরি করতেন। বর্তমানে তিনি বেকার। মিনারুল গত নভেম্বর মাস থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তার বর্তমানে ক্যামোথ্যারাপি চলমান রয়েছে ইতিমধ্যে প্রথম থ্যারাপি দেওয়া হয়েছে।এর আগে দুইটি অপারেশনও করা হয়েছে। শারীরিক অবস্থা ও ক্যান্সারের ধরন পর্যবেক্ষণ করে দেখা যায় এটি তৃতীয় ফেজে রয়েছে।তাই মিনারুলের ফিজিক্যাল কন্ডিশন বিবেচনায় ৮-৯ টা থ্যারাপি এবং থ্যারাপির ৪র্থ ও ৬ষ্ঠ দিনে Rupenia 30 MUI ইনজেকশন দিতে হচ্ছে।
ডাক্তার: এম এ সুমন , সহযোগী অধ্যাপক, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
মিনারুলের পরিবার ও বন্ধুবান্ধব তার জীবন বাঁচাতে দেশের সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
যেকোনো প্রয়োজনে –
সারওয়ার মাহমুদ, সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি -01638235911
আসাদুজ্জামান শাকিব, লোকপ্রশাসন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – 01571795938
টাকা পাঠানোর মাধ্যম-
Bkash/Nagad- 01955438554 (personal)
Rocket- 01580647576-0
Account:-Asaduzzaman Shakib
Dutch Bangla Bank :1131050051247
Agrani Bank : 0200020119877
Branch:Chittagong University
মইনুল ইসলাম ( মিনারুলের বড় ভাই)
01852-563539