ডুয়েটে বহিঃস্কৃত ছাত্রলীগ কর্মীদের নজিরবিহীন পুনর্বাসন।অভিযোগের তীর ডুয়েট প্রশাসনের দিকে।
- প্রকাশিত: ০৩:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 53
সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১২ ই ডিসেম্বর ডুয়েট প্রশাসন ১৪ ছাত্রলীগ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদী একাডেমিক শাস্তির নির্দেশ প্রদান করে। ঐ নির্দেশে বলা হয় ৭ কার্যদিবসের মধ্যে যথপোযুক্ত কারন প্রদর্শন না করলে শাস্তি কার্যকর হবে।
বহিষ্কৃত ১৪ জন নেতাকর্মীর মধ্যে সাব্বির (ইইই- ২০সিরিজি) সাজ্জাদ হোসেন রিফাত (সিই-২০ সিরিজ), তাহসিন মাহমুদ (টিই-২০ সিরিজ) ইশতিয়াক আহমেদ প্রিন্স (সিএসই -২০ সিরিজ) বর্তমানে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ৫ই আগষ্ট স্বৈরাচার হাসিনার পলায়নের পর উক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের কোন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে না দেখা গেলে ও গত ২৯ জানুয়ারী শুরু হওয়া ডুয়েটের সেমিষ্টার ফাইনাল পরিক্ষায় অংশগ্রহণ করতে দেখা গেছে। এতে বিষ্ময় প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ডুয়েটের একাডেমিক নিয়ম অনুযায়ী ৭০% ক্লাসে উপস্থিতি না থাকলে কিংবা ল্যাব এবং ল্যাব ফাইনাল কুইজ পরিক্ষায় অংশগ্রহণ না করলে তাকে সেমিষ্টার ফাইনাল পরিক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয় না। সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তাহলে কিভাবে সুযোগ পাচ্ছে চিহ্নিত সন্ত্রাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান পরিক্ষার হলে ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য কোন সিট বরাদ্দ না থাকলে ও পরিক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট পরে বাহির থেকে একটি সিট এনে পরিক্ষার ব্যাবস্থা করা হয় এবং পরিক্ষা চলাকালে বেশ কয়েকজন দ্বায়িত্বশীল শিক্ষক এবং কর্মকর্তাকে ঐসব ছাত্রলীগ নেতাকর্মীর খোজ খবর নিতে দেখা যায়।
এ খবর ছড়িয়ে পড়লে ১ লা ফেব্রুয়ারী রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা এবং পরবর্তী ৬ তারিখের পরিক্ষায় কোন সন্ত্রাসীদের সুযোগ দেয়া হলে পরিক্ষা বর্জনের ঘোষনা দেন শিক্ষার্থীরা।
গতকাল বুয়েটে ছাত্রলীগ সন্ত্রাসীদের শাস্তির খবর ছড়িয়ে পড়লে ডুয়েট সংশ্লিষ্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপ এবং পেইজে আবারো সমালোচনার শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ ডুয়েট প্রশাসনের দিকে। শিক্ষার্থীদের ভাষ্যমতে ৭০% ক্লাস এটেন্ডেন্স, ল্যাব কুইজ, ক্লাস টেষ্ট বাদে ও হল প্রোভষ্ট এডভাইজর, ডিপার্টমেন্ট হেড এর অনুমতি ছাড়া সেমিষ্টার ফাইনাল পরিক্ষায় অংশগ্রহণ করার কোন সুযোগ না থাকলে ও কিভাবে চিহ্নিত সন্ত্রাসীরা পরিক্ষা দেয়?
এ বিষয়ে ডুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ডক্টর উৎপল কুমার বলে বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীরা হাইকোর্ট থেকে পরিক্ষার অনুমতি নিয়ে এসেছে। ডুয়েট প্রশাসন হাইকোর্ট এর সিদ্ধান্ত মানতে বাধ্য। কিন্তু ডুয়েটি প্রশাসন হাইকোর্ট এর সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত আপিল করবে। আপিলের ব্যাপারে তিনি সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা চান।
ডুয়েট প্রতিনিধি
মাহতাব হোসেন দোলন